যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায়না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু’চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। দ্বীন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানেনা সংগ্রাম করে যায় … Read more

আল্লাহ আমার রব

আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারই অনুভব।। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।। আকাশের সুনীলে ধরনীর সবুজে অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে।। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছো তুমি তার নেই যে পরাভব।। … Read more

আল্লাহ, ওগো আল্লাহ

আল্লাহ, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন-বীনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এ উছিলায় রহম ও দয়া বিলাও। কউকে সরিনা কাউকে ডরিনা তোমাতে শির দেই তবুও এ উছিলায় বিপদে পার করে নাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না তব … Read more

যতদিন বাঁচবো তোমাকেই ডাকবো

যতদিন বাঁচবো তোমাকেই ডাকবো যতদিন বাঁচবো তোমাকেই ভাববো তোমার রাহে, তোমারি দরবারে অশ্রু ঝড়িয়ে আমি কাঁদবো। তোমার মহাব্বত এই বুকে রাখবো হবো যে কবি আমি লিখে লিখে কাব্য হৃদয় জুড়ে ছন্দ সুড়ে তোমারই গান আমি গাইবো। গভীর রাতে ঘুম ভেঙে জাগবো তোমার প্রেমেতে আমি মগ্ন হয়ে থাকবে। তোমার নূরে পুড়ে পুড়ে অঙ্গার হয়ে হয়ে আমি … Read more

শোন শোন ইয়া ইলাহী আমার মোনাজাত

শোন শোন ইয়া ইলাহী আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন, (আমার) হৃদয় দিবস-রাত।। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, (আমি) চোখে যেন দেখি শুধু, (দেখি) কোরআনের আয়াত।। মুখে যেন জপি আমি কলেমা তোমার দিবস-যামী, (তোমার) মসজিদেরি ঝাড়ু-বরদার, (খোদা) হোক আমার এ হাত। সুখে তুমি, দুখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, এই পিয়াসি প্রাণে … Read more

মেহেরবান তুমি মেহেরবান

মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারবার। ইয়া রাহিমুর রহমান ইয়া কারিমু মেহেরবান।। জেনে না জেনে হাজার পাপের সাগরে, ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে, ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের সাথে নিজে সকাল বিকাল সাঁঝে। … Read more

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।। ঝর্ণা ছুটে চলে একেবেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীরও কলতানে, সাগরের গর্জনে। ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।। বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তাঁরা ভরা চাঁদের হাসি। গুন গুন গানে ঢেকে, মৌমাচি মধু চাকে। ফুলে ফুলে করে হল্লা।। দখিনা … Read more

তুমি রহমান তুমি মেহেরবান

তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান বুঝেও বুঝেনা তব শান।। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন সাহারা এ প্রাণ।। তোমারি করুনা ঘেরা সারা দুনিয়া সেকথা ভাবেনা শুধু বধির হিয়া। কখনও তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাঁই দিও প্রিয়তম ওগো দয়াবান।।

এই সুন্দর ফুল সুন্দর ফল

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী। শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবানী।। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি।। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে … Read more